চাকুরীর বিজ্ঞপ্তি
ঢাকা ক্লাবের শুন্য পদের বিপরীতে জরুরী ভিত্তিতে থাই চাইনিজ সেফ পদে একজন লোক নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে ।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ এবং কোন খ্যাতনামা দেশী বিদেশী প্রতিষ্ঠান থেকে পেশাগত প্রশিক্ষণের সনদপত্র থাকতে হবে।
অভিজ্ঞতা :
খ্যাতনামা দেশী বিদেশী হোটেল এবং রেষ্টুরেন্টে সেফ হিসেবে কমপক্ষে ৭-১০ বৎসরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং সকল ধরনের থাই ও চায়নিজ তৈরীর কাজে পারদর্শী হতে হবে।
বয়স: অনুর্ধ ৪০ বৎসর
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে ।
যোগ্য প্রার্থীকে পূর্ণ জীবন বৃত্তান্ত , অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আগামী ১লা সেপ্টেম্বর, ২০১৮ তারিখের মধ্যে “ সচিব, ঢাকা ক্লাব লিমিটেড, রমনা , ঢাকা-১০০০” অথবা secretary@dhakaclubltd.comবরাবর আবেদন করতে অনুরোধ করা হল।
এছাড়া নিচে আছে সবচেয়ে সহজে প্রাপ্তিযোগ্য কিছু সার্কুলারঃ
এছাড়া নিচে আছে সবচেয়ে সহজে প্রাপ্তিযোগ্য কিছু সার্কুলারঃ
নিয়ে নিন ⇒ গ্রামিনফোনে সার্কুলার হয়েছে – HSC পাসে ৩৪০০০ বেতন অভিজ্ঞতার দরকার নেই
-
(স্পেশাল-১) Hotel জব –হোটেলে (বিনা অভিজ্ঞতায় HSC পাশ)
-
(স্পেশাল-২) পার্ট টাইম জব – PART TIME (বিনা অভিজ্ঞতায় HSC পাশ)
-
(স্পেশাল -৩) ইন্সস্ট্যন্ট জব –Instant (বিনা অভিজ্ঞতায় HSC পাশ)
-
(স্পেশাল -৪) আড়ং এ জব – Aarong Circular (বিনা অভিজ্ঞতায় HSC পাশ)