নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকা ক্লাবে একজন পুরুষ প্রশিক্ষণ প্রাপ্ত ম্যাসাজ ম্যান (স্থায়ী/খন্ডকালীন) নিয়োগ করা হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন খ্যাতনামা প্রতিষ্ঠানে ৫ থেকে ১০ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০-৪০ বছর। প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে।
কাজের সময়: প্রয়োজনে শিফট অথবা নির্ধারিত সময়।
যোগ্য প্রার্থীকে পূর্ণ জীবন বৃত্তান্ত, ম্যাসাজ প্রশিক্ষনের সনদপত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আগামী ৭ই জানুয়ারী, ২০১৯ তারিখের মধ্যে “সচিব, ঢাকা ক্লাব লিমিটেড, রমনা, ঢাকা-১০০০” info@dhakaclubltd.comবরাবর আবেদন করতে অনুরোধ করা হল।
এছাড়া নিতে পারেন নিচের চাকরি গুলোও – এগুলো সহজ এবং প্রা বিনা শিক্ষায় বিনা অভিজ্ঞতায় পাওয়া যেতে পারেঃ
(প্রায় ৩৯০০০ বেতন এবং ডাবল বোনাস) Hotel জব –হোটেলে (HSC পাশ (SSC পাস হলেও চলবে)
বলতে গেলে বিনাশর্তে ⇒ গ্রামিনফোনে সার্কুলার হয়েছে – HSC পাসে ৩৪০০০ বেতন অভিজ্ঞতার দরকার নেই
(স্পেশাল-1st) পার্ট টাইম জব – PART TIME (বিনা অভিজ্ঞতায় HSC পাশ)
(স্পেশাল -2nd) ইন্সস্ট্যন্ট জব –Instant (বিনা অভিজ্ঞতায় HSC পাশ)
(স্পেশাল -3rd) আড়ং এ জব – Aarong Circular (বিনা অভিজ্ঞতায় HSC পাশ)
অফিসে না গিয়েও ⇒ বাসায় থেকেই ৬৪৯ টাকা পারডেহিসেবে চাকরিটি করতে পারেন প্রতিদিন হিসেবে মাসিক বেতন Work at Home