আপনার কি ঈদের আগেই যেভাবেই হোক একটা না একটা কাজ চাই ই চাই?
ঈদের আগেই জরুরী ভিত্তিতে একটা কাজ পাওয়ার সবচেয়ে সহজ এবং এবং মোস্ট আজেইজিং ওয়ে হচ্ছে কোন শপিং কপ্লেক্সে চাকরির জন্য খোজখবর শুরু করা।
রমজানের ১ মাস বা ৩০ দিন কাজ করে ১৫০০০ থেকে ৩০০০০ বেতনে চাকরি অনেকেই করে থাকে।
এসব চাকরি সাধারনত বড় বড় শপিং মনে হয়ে থাকে।
যেমন, যমুনা ফিউচার পার্ক, আড়ং, বসুন্ধরা সিটি আরো অন্যান্য যত আছে সেগুলো।
সেইসব শপে বা মলে গিয়ে খবর নিয়ে দেখুন।
উদাহরন হিসেবে যমুনা ফিউচার পার্কের কথা একটু বলে দিচ্ছি। যমুনাতে গিয়ে আপনি যদি ঘুরে বেড়ান তাহলে দেখতে পারেন প্রায় প্রতিটি দোকানেই ১ করে বক্স রাখা আছে যেখানে লেখা আছে, আপনার সিভি জমা দিন। শুধু তাই নয়, সিভি জমা দিতে বলা হয়েছে কিন্তু কোন প্রকার বিধিনিষেধ লেখা হয়নি। কেন লেখা হলনা? উত্তর জানতে গিয়ে জানা গেল যে, যেকেউ যেকোন শিক্ষার হলেই এপ্লিকেশন জমা দিতে পারবেন। আরো বিশদ আলোচনা করে জানতে পারলাম যে, তাদের অনেকেরই পারডে ভিত্তিতে লোক নিয়োগের সিস্টেমও আছে।
বেতনে কেমন হবে? জানতে চেয়েছিলাম ২/১ টি দোকানে। প্রশ্ন শুনে মুচকি হেসে জবাব, ভাই এটার কোন ঠিক নেই। তবে এখানে কাজ করলে নাকি বেশ ভাল অভিজ্ঞতা হয় জানালেন একজন।
কাজ করছে একজন এমন এক মেয়েকে জিজ্ঞেস করলাম কেমন লাগে দোকানে সেলস গার্ল হয়ে কাজ করতে? উত্তরে সে জানালো, ভাল লাগে কিন্তু অনেক কষ্ট হয়। কারন সারাদিন ঠাই দাঁড়িয়ে থাকতে হয়। তবে নানা ধরনের মানুষ আসে তাদের সাথে কথা বলতে বলতে সময় কেটে যায়।