বানিজ্য মেলার জন্য এখনো বেশ জোরেশোরেই নিয়োগের প্রকৃয়া চলছে যা চলতেই থাকবে প্রায় মেলার শেষ অবধি। এখন যারা এই জবের জন্য আগেই এপ্লাই করেছেন তারা হয়তো ভাবছে যে আর এপ্লাই না করলেও চলবে। কিন্তু আসল ব্যপারটা কিন্তু তা নয়। যদিও দোকান গুলো থেকে বলা হয়ে থাকে যে, আগে যারা এপ্লাই করেছে তাদের আর এপ্লাই না করার জন্য। কিন্তু আসল ব্যপারটা হচ্ছে কোন কোম্পানিই এই নীতি নিজেরাই ফলো করেনা। দেখা যায় যে, আগে যারা এপ্লিকেশন জমা দিয়েছেন তাদের এপ্লিকেশনের কোন পাত্তাচিত্তাই থাকেনা। আর যদি এমন হয় যে অনলাইনে সফট কপি জমা দিয়েছে তবে নতুন এপ্লিকেশন থাকে সবার উপরে আর পুরাতন এপ্লিকেশন থাকে সবার নিচে। ফলে আগের এপ্লাই করা এপ্লিকেশন দেখার সুযোগই হয়না কোম্পানিগুলোর।
তাই দেরি না করা এখনি আগেইন এপ্লিকেশন জমা দিয়ে দিন।