শুধুমাত্র শুক্রবারে কাজ করতে আগ্রহি যারা তারা এপ্লাই করবেন।
শুক্রবার ছাড়া অন্যদিন অফিসে গিয়ে ঝামেলা করবেন না।
মনে রাখবেন, আপনি অফিসের কোন রেগুলার কর্মচারীর মর্যাদা বা আইডেন্টিটি পাবেন না।
শুধু শুক্রবারে যাবেন৷ কাজ করে টাকা নিয়ে চলে আসবেন।
শর্তহীন তবেঃ
১। অবশ্যই ভদ্রতা বজায় রাখতে হবে।
২। অফিসে কোন ঝামেলা ক্রিয়েট করলে আপনার ঝামেলার দায় দায়িত্ব অফিস নিবেনা।
৩। শুধুশুধু বসকে কল করে বিরক্ত করলে পরবর্তী ফ্রাইডেতে আপনি আর কাজ পাবেন না।
৪। ফিটফাট হয়ে আসতে হবে এমন কোন কথা নেই। ফরমাল ড্রেস পরিহিত হলেই হবে।