অন্যান্য
⛱ বড় হোটেলে কাজ মেট্রিক/ ইন্টার শিক্ষা ⛱ Hotel
মনে রাখবেনঃ বড় বড় হোটেলে নানা ধরনের কাজ আছে। আপনার যোগ্যতা অনুযায়ি কাজ পছন্দ করে তাতে এপ্লাই করলে আপনার জন্য সবচেয়ে বেটার।
আপনি মনে করেন, ভাল রান্না করতে পারেন, সেক্ষেত্রে আপনি বাবুর্চি পদের জন্য এপ্লিকেশন জমা দিতে পারেন।
অথবা আপনি যদি কাস্টমার কেয়ার বিভাগে কাজ করতে চান তাহলে গ্রিটিং বিভাগে এপ্লাই করবেন।
বাংলাদেশে বড় বড় হোটেল বলতে সোনারগা শেরাটন রিজেন্সি সহ আরো অনেক হোটেলকে বোঝানো হয়ে থাকে। যে হোটেলে কাজ করতে চান সে হোটেল সম্পর্কে সম্মক ধারনা নিয়ে তারপর কাজে জন্য অগ্রসর হওয়াই ভাল।
হুট করে মনে হল যে, আপনি হোটেলে কাজ করবে আর কোন একটা হোটেলে ঢুকে কাজ খোজা শুরু করলেন এটা ঠিক পদ্ধতি না।
হোটেলে কাজ করতে হবে আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। কারন এসব বড় বড় হোটেলে যারা আসেন তারা সব এত টাকা পয়সা আর সম্মানি ব্যক্তি যে এদের সাথে যদি মনের ভুলেও একটু ভুল করে ফেলেন তাহলে ধরেই নিতে পারেন আপনি চাকরি হারাবেন।
সুতরাং মাথা ঠান্ডা আছে কিনা তা আগে দাক্তারের কাছে গিয়ে যাচাই করে নিন। মুলত দেখা যায় যাদের হাই ব্লাড প্রেশার থাকে তারা অল্পতেই রেগে যায়। সো, ডাক্টার এর কাছে গিয়ে আপনার ব্লাড প্রেশার নরমাল আছে কিনা মেপে নিন।
আবার যাদের লো ব্লাড প্রেশার থাকে তাদের মেজাজ খুব ঠান্ডা থাকে ফলে তারা সকলের ভালবাসা পেয়ে থাকে কারন তারা খুব শান্ত এবং ভাল স্বভাবে হয়ে থাকে।
তাই যদি আপনার লো ব্লাড প্রেশার থেকে থাকে তাহলে এই জব পাবার জন্য এই অসুখ একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে।
তবে লো ব্লাড প্রেশারের রোগিরা আবার মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় যেটা এই কাজ করার ক্ষেত্রে একটা বিরাট বাধা হতে পারে।
তাই সব দিক বিবেচনা করে হোটেল কাজ খুজবেন।
এপ্লাই করে ফেলুন
➥হোটেলে কাজ মেট্রিক/ ইন্টার শিক্ষা ⛱ Hotel
অন্যান্য