HSC পাসেই ২৫০০০ বেতনে সিভিল এভিয়েশনে স্কুলে চাকরি নিতে পারেন
স্থাপিত:১৯৬৩ সিএএসসি/অঃনথি/০৪/নিঃবিজ্ঞপ্তি/২০২৩/ভঃ-০১/০০১/ নিয়োগ বিজ্ঞপ্তি ১। সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিজস্ব অর্থায়নে নিম্নবর্ণিত পদে নিয়োগ সম্পর্কিত: ক্রম পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা গ্রেড ও বেতন স্কেল ক) প্রভাষক: বাংলা ০২ ক) সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি ২য় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি খ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের কলেজ সেকশন -এ প্রভাষক পদে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। গ্রেড-৯ ২২,০০০- ৫৩,০৬০/- খ) মেডিকেল এন্ড সাইকোলজিক্যাল এসিস্ট্যান্ট ০১ ক) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফার্মেসী বিষয়ে ডিপ্লোমাধারী হইতে হবে। খ) যে কোনো প্রতিষ্ঠানে মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে ৮ - ১০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক। গ) সশস্ত্র বাহিনীর মেডিকেল ট্রেডের অবসরপ্রাপ্ত সার্জেন্ট বা তদুর্ধ্ব ব্যক্তিরা অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। ১। বেতন সর্বসাকুল্যে =২৫০০০/- টাকা ২। ৫০% ঈদ বোনাস প্রাপ্য হইবেন। ৩। ১০% বৈশাখী ভাতা প্রাপ্য হইবেন। গ) পিএ টু অধ্যক্ষ ও এডমিন এসিস্ট্যান্ট ০১ ক) নূন্যতম এইচ.এস.সি পাশ হতে হবে। খ) ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করা