
সিএএসসি/অঃনথি/০৫/নিঃবিজ্ঞপ্তি/২০২৫/ভঃ-১/০২১/ | /০৫/২০২৫ |
১। সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও এর নিজস্ব অর্থায়নে নিম্নবর্ণিত সৃষ্ট পদ সমূহে আবেদন আহ্বান করা হলো:
ক্রম নং | পদবী | বিষয় | পদ সংখ্যা | শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা | গ্রেড ও বেতন স্কেল |
---|---|---|---|---|---|
ক | প্রভাষক | পদার্থবিজ্ঞান | ০১ | ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি। খ) অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার। |
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- |
রসায়ন | ০১ | ||||
খ | সহকারী শিক্ষক (ইংরেজি ভার্সন) | ইংরেজি | ০১ | ক) ন্যূনতম ২য় শ্রেণি স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি। খ) ইংরেজি ভার্সনে অধ্যয়নকৃত প্রার্থীদের অগ্রাধিকার। |
গ্রেড-১০: ১৬,০০০-৩৮,৬৪০/- (বিএড সহ) গ্রেড-১১: ১২,৫০০-৩০,২৩০/- (বিএড ব্যতীত) |
গণিত | ০১ | ||||
গ | নিরাপত্তা প্রহরী | ০২ | জেএসসি/জেডিসি/সমমান | গ্রেড-২০ ৮,২৫০-২০,০১০/- |
|
ঘ | মালী | ০১ | জেএসসি/জেডিসি/সমমান | গ্রেড-২০ ৮,২৫০-২০,০১০/- |
২। আবেদনের সময়সীমা: ২১ মে থেকে ১৯ জুন ২০২৫ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত (অন-লাইন)। www.casc.edu.bd/jobreq
৩। অন্যান্য যোগ্যতা: বয়স সর্বোচ্চ ৩৫ বছর (৩০ জুন ২০২৫ অনুযায়ী)। শিক্ষা জীবনে ২টি স্তরে ১ম শ্রেণি/জিপিএ ৩.৫০ থাকতে হবে।
৪। সুবিধাদি: বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, পিএফ, গ্র্যাচুইটি ইত্যাদি।
৫। আবেদন প্রক্রিয়া: অনলাইনে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন ফি: প্রভাষক - ৬০০৳, সহকারী শিক্ষক - ৫০০৳, প্রহরী ও মালী - ৩০০৳।
৬। পরীক্ষা পদ্ধতি: লিখিত, মৌখিক এবং শ্রেণিকক্ষে পাঠদান পরীক্ষা। মৌখিক পরীক্ষায় মূল সনদপত্র আনতে হবে।
৭। প্রবেশপত্র: এসএমএস এ জানানো হবে ও ওয়েবসাইটে ডাউনলোড করা যাবে।
৮। শর্তাবলি: নিয়োগপ্রাপ্তদের এক বছরের মধ্যে অব্যাহতি নয়। সুপারিশ অযোগ্যতা বিবেচিত হবে।
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ
তেজগাঁও, ঢাকা-১২১৫