ঠেঙ্গামারা সবুজ সংঘ ২৯০০ জনকে চাকরি দিচ্ছে


 ১. পদের নাম: শাখা ব্যবস্থাপক

পদসংখ্যা: ২০০

২. পদের নাম: শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৫০০

৪. পদের নাম: সহকারী ফিল্ড সুপারভাইজার

পদসংখ্যা: ৫০০

৫. পদের নাম: বিনিয়োগকর্মী

পদসংখ্যা: ২০০

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

পরিচালক (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) বরাবর করতে হবে এবং খামের ওপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করে আবেদনপত্র ১৫ জুনের মধ্যে নিম্নবর্ণিত যেকোনো ঠিকানায় সরাসরি, ডাক/কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে আবেদন পাঠানোর ঠিকানাগুলো:

টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬।

টিএমএসএস ফাউন্ডেশন অফিস, রংপুর রোড, ঠেঙ্গামারা, বগুড়া সদর, বগুড়া-৫৮০০।

টিএমএসএস ডোমেইন অফিস, ওয়াইএমসিএ স্কুলের পার্শ্বে, ২৮, সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০, ঢাকা-১২১৬।

টিএমএসএস রাজশাহী ডোমেইন অফিস, রোড নং-০৩, বাসা নং-২৩৩, পদ্মা আবাসিক এলাকা, চন্দ্রিমা, রাজশাহী।

টিএমএসএস রংপুর ডোমেইন অফিস, আর কে রোড, ঘাঘটপাড়া, দর্শনা, রংপুর।

টিএমএসএস চট্টগ্রাম ডোমেইন অফিস, ৫৪৯ ডি টি রোড, আব্দুল আলীর হাট, অলংকার মোড়, পাহাড়তলী, চট্টগ্রাম।

টিএমএসএস যশোর ডোমেইন অফিস, তাবলিগ মসজিদের গলি, ই-ব্লক, সেক্টর #৭, বাসা #৯/৪, নিউমার্কেট উপশহর, যশোর।

টিএমএসএস সিলেট ডোমেইন অফিস, শুভেচ্ছা কমিউনিটি সেন্টার–সংলগ্ন, বদিকোনা (চণ্ডীপুল), দক্ষিণ সুরমা, সিলেট।

টিএমএসএস বরিশাল ডোমেইন অফিস, রংধনু রাজকুমার, ঘোষ লেন, সিঅ্যান্ডবি রোড, চৌমাথা (লেকের উত্তর পার্শ্বে), বরিশাল।

টিএমএসএস দিনাজপুর ডোমেইন অফিস, উপশহর-২, ব্লক নং-২, প্লট নং ৮, হাউস নং-২৭ (তফিউদ্দিন মেমোরিয়াল হাইস্কুলের পূর্ব পার্শ্বে), সদর, দিনাজপুর। টিএমএসএস কুমিল্লা ডোমেইন অফিস, কচুয়া চৌমুহনী, আহম্মদনগর, সদর দক্ষিণ, কুমিল্লা।

টিএমএসএস নাটোর ডোমেইন অফিস, টিএমএসএস ভবন, বড় হরিশপুর মোড় নতুন বাসস্ট্যান্ড–সংলগ্ন, নাটোর।

টিএমএসএস ময়মনসিংহ ডোমেইন অফিস, দি অ্যাড্রেস, ৪/ঙ, একাডেমি রোড, রেলক্রসিং, পূর্ব গোহাইলকান্দি, ময়মনসিংহ।

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন

Previous Post Next Post

Contact Form