আড়ং (Aarong) শপে ১৩০০০ বেতনে বিনা শিক্ষায় দ্রুততম সময়ের মধ্যেই জয়েনিং নিতে পারেন

আড়ং আউটলেটে চলে যান। 
আপনার নিকটের আড়ং এ যাবেন। 
গেট এ লক্ষ্য করবেন। 
দেখবেন ১ টা বক্স। 
সেই বক্সে লেখাটা পড়বেন। 
সিভি দিন লেখা আছে। 
সেই বক্সে সিভি দিন। 
বক্স ভেতরেও থাকতে পারে। 
বাইরে ভেতরে সব খানেই খুজে দেখেন। 
সেই বক্সে সিভি দিবেন। 
সিভি দিলে ডাকবে। 
কিছু দিন অপেক্ষা করবেন। 
তাহলেই ডাকবে। 
কল দিয়ে ডিস্টার্ব করবেন না। 
চুপচাপ অপেক্ষা করবেন। 
ডাকলে যাবেন। 
ইন্টার্ভিউ দিবেন। 
জয়েন করবেন।


Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন

Previous Post Next Post

Contact Form