সিভিল এভিয়েশন স্কুলের NEW নিয়োগ বিজ্ঞপ্তি

 

 
শিক্ষা
শৃঙ্খলা
উৎকর্ষ
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও
Civil Aviation School & College, Tejgaon

Dhaka-1215, Bangladesh, Established: 1963
E-mail: casctejgaon@gmail.com
 
Web: www.casc.edu.bd
School Code: 1265
ΕΙΙΝ: 108517
Mob: 01309-108517
College Code: 1064
Ref: সিএএসসি/অঃনথি/০৫/নিঃবিজ্ঞপ্তি/২০২৫/ভঃ-১/০২৩/৬৬৬
Date: ০১/০৭/২০২৫

নিয়োগ বিজ্ঞপ্তি

১। সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও-এ নিম্নে বর্ণিত এমপিওভুক্ত শূন্য পদসমূহের জন্য আবেদন আহ্বান করা হলো:

ক্রম

পদের নাম

সংখ্যা

 ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা

 অভিজ্ঞতা ও বয়স

 বেতন গ্রেড ও স্কেল

 অফিস
সহকারী-
কাম-হিসাব
সহকারী

০১

শিক্ষাবোর্ড হতে এইচএসসি (ব্যবসায় শিক্ষা)/সমমান। এইচএসসি (ব্যবসায় শিক্ষা)/ সমমানসহ ০৬ (ছয়) মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে। সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।

২৭ জুলাই ২০২৫ তারিখে অনুর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়স সীমা শিথিলযোগ্য)।

গ্রেড- ১৬
৯৩০০-২২৪৯০/-

নিরাপত্তা কর্মী

০১

জেএসসি/জেডিসি/সমমান

২৭ জুলাই ২০২৫ তারিখে অনুর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের বয়সসীমা শিথিলযোগ্য) জন্য

গ্রেড- ২০
৮২৫০-২০০১০/-

 আয়া

০১

২। আবেদনের সময়সীমা: ০৬ জুলাই ২০২৫ থেকে ২৭ জুলাই ২০২৫ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত (অন-লাইন)।

৩। আবেদনের নিয়মাবলি: প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.casc.edu.bd/jobreq) এ পাওয়া যাবে। আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় তথ্যসহ রঙিন ছবি ও স্বাক্ষরের স্ক্যানকপি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদন ফি অনলাইন চার্জবাদে 'ক' নং পদের জন্য ৩০০/-টাকা এবং 'খ' ও 'গ' নং পদের জন্য ১০০/- টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। অন-লাইনে আবেদনের পর আবেদনপত্রের অন-লাইন কপিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), NID ও সংশ্লিষ্ট কাগজপত্রের সত্যায়িত ফটোকপি এবং ০২ কপি রঙ্গিন ছবি আগামী ০৩ আগষ্ট ২০২৫ তারিখের মধ্যে সরাসরি/ডাকযোগে অত্র প্রতিষ্ঠানে পৌছাতে হবে।

৪। প্রবেশপত্র: প্রবেশপত্র প্রাপ্তির জন্য আবেদনকারীকে যথাসময়ে মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং www.casc.edu.bd/jobreq লিংকের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্রে লিখিত পরীক্ষার তারিখ ও সময় উল্লেখ থাকবে। Online আবেদনে আবেদনকারীর প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পর্যবেক্ষণ করা ও প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা বাঞ্ছনীয়।

৫। পরীক্ষা পদ্ধতি: বাছাইকৃত যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা, দাপ্তরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা একই দিনে গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।

৬। অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নিজস্ব বিধি মোতাবেক বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নগর ভাতা, উৎসব ভাতা, বিশেষ ভাতা এবং চাকুরি স্থায়ীকরণ সাপেক্ষে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

৭। শর্তাবলি: চাকুরীতে যোগদানের এক বছরের মধ্যে স্বেচ্ছায় চাকুরি হতে অব্যাহতি নেওয়া যাবে না। প্রার্থীদেরকে উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোন আবেদনপত্র বাতিল এবং নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে। যেকোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

৮। বিবিধ: বর্ণিত পদসমূহের অনুকূলে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বেতন ও অন্যান্য ভাতাসহ যাবতীয় ব্যয়ভার প্রাথমিকভাবে প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল হতে প্রদান করা হবে ও পরবর্তীতে এমপিওভুক্তির পর তা সমন্বয় করা হবে। সকল পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

 
অধ্যক্ষ
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও ঢাকা-১২১৫।

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন

Previous Post Next Post

Contact Form

Apply Link