Govment জবঃ ২২০০০ এ শুরু এবং বেড়ে হবে ৫৩০০০ টাকা (পানি উন্নয়ন বোর্ড)

পদের নাম ও বেতন গ্রেড (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী) গবেষণা কর্মকর্তা (পরিবেশ ও বন বেতন গ্রেড: ৯ স্কেল: টাকা ২২০০০-৫৩০৬০ গবেষণা কর্মকর্তা (কৃষি) স্কেল : টাকা ২২০০০-৫৩০৬০ বেতন গ্রেড : ৯ গবেষণা কর্মকর্তা (মৎস্য) স্কেল : টাকা ২২০০0-53050 বেতন গ্রেড : ৯ গবেষণা কর্মকর্তা (মৃত্তিকা) বেতন গ্রেড : ৯ স্কেল : টাকা ২২০০০-৫৩০৬০ ৩। আবেদন দাখিলের শেষ তারিখ ২৬/০২/২০২৩ খ্রিঃ, রবিবার ( বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত)। ৪। উল্লিখিত পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন/সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। ৫। আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র Online-এ আবেদন ফরম পূরণ এবং দাখিল করতে হবে। Online-এর মাধ্যমেই পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য নীট ৬০০/- (ছয়শত) টাকা Payment করতে হবে। প্রার্থীকে বাপাউবো'র Online Recruitment Portal (orms.bwdb.gov.bd/orms) এ login করে Registration করতঃ আবেদন দাখিল করতে হবে এবং Payment সম্পন্ন করতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত Portal-এ পাওয়া যাবে। নির্ধ