কিছ ভিন্ন ধাচের হাই সেলারি জবঃ







বিনা অভিজ্ঞতায় সরকারি চাকরি তাও আবার মেট্রিক ইন্টার পাস হলেই



যাদের খুব জরুরী জব দরকারি তারা নিচের জবগুলো দেখতে পারেন




 কথা বলার জন্য 📲ফোন নাম্বার নিন

লাইফ চেঞ্জিং কিছু জব যেখানে জয়েনিং ইজ জলভাত

আরো ১ টি সরকারি স্কুলে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে

 জেলা প্রশাসন স্কুল ও কলেজ, গোপালগঞ্জ

ডিসি অফিস রোড, গোপালগঞ্জ । EIIN: 139219

স্থাপিত: ২০১৮ইং খ্রি:

তারিখ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩

নম্বর: জে/প্র/স্কু/ক/২০১৮ নং-৪৯

নিয়োগ বিজ্ঞপ্তি

জেলা প্রশাসন, গোপালগঞ্জ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত জেলা প্রশাসন স্কুল ও কলেজ-এর জন্য নার্সারি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ইংরেজি ও বাংলা ভার্সনে পাঠদানে সক্ষম ও যোগ্য প্রার্থীদের নিকট হতে নিম্নোক্ত পদের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে :

ক্র: নং

পদের নাম

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে

মন্তব্য

সহকারী শিক্ষক (জীববিজ্ঞান/ রসায়ন/ বাংলা/ ভূগোল/ ইসলাম শিক্ষা/ ফিন্যান্স/ হিসাব বিজ্ঞান)

সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রি পাশ।

প্রতিষ্ঠানের নিজস্ব বিধিমোতাবেক সুযোগ- সুবিধা নির্ধারিত হবে। প্রাথমিকভাবে বেতন ও ভাতাদি আলোচনা সাপেক্ষ। তবে পর্যায়ক্রমে বা চাকরি স্থায়ী হলে প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা সাপেক্ষে নির্ধারিত বেতন স্কেল/ গ্রেড অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করা হবে।

০২

জুনিয়র শিক্ষক

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৪ বছর মেয়াদী স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি পাশ (নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও স্কাউটিং বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে)।

শর্তসমূহ :

প্রার্থীগণ আগামী ০৯/০৩/২০২৩ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে সভাপতি, জেলা প্রশাসন স্কুল ও কলেজ, গোপালগঞ্জ ও জেলা প্রশাসক, গোপালগঞ্জ বরাবর স্ব-হস্তে লিখিত আবেদন জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জ-এর শিক্ষা ও কল্যাণ শাখায় ডাকযোগে/ কুরিয়ারযোগে/স্ব-হস্তে পৌছাতে হবে/জমা দিতে হবে ।

শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, নাগরিক সনদ, কারিগরি প্রশিক্ষণ সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদন করতে হবে । আবেদনপত্রের সাথে সভাপতি, জেলা প্রশাসন স্কুল ও কলেজ, গোপালগঞ্জ ও জেলা প্রশাসক, গোপালগঞ্জ এর অনুকূলে ৫০০/- (পাঁচশত) টাকা সোনালী ব্যাংকের হিসাব নম্বর ৬১০৭৭০১০০৯৮০০ তে জমা করে দরখাস্তের সাথে গ্রাহক কপি সংযুক্ত করতে হবে । ০৩।

81 সহকারী শিক্ষক ও জুনিয়র শিক্ষক পদের ক্ষেত্রে বয়স ১৬/০২/২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।

৬। নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে

সভাপতি

জেলা প্রশাসন স্কুল ও কলেজ, গোপালগঞ্জ 13

জেলা প্রশাসক, গোপালগঞ্জ

স-৩৯৭ (৬৩)

Comments