পার্ট টাইম জব - only for students jobs - শিক্ষা নেই/ অভিজ্ঞতা নেই - সেলারি ৩৫,০০০ থেকে ৪৫,০০০
পড়াশুনার পাশাপাশি প্রায় ৯০ শতাংশ ছাত্রছাত্রীর কাজের দরকার হয়। অনেকেই কাজ পায় আর অধিকাংশই হা পিত্যেশ করতে থাকে কাজের জন্য কিন্তু কাজের টিকিটি পর্যন্ত দেখা পায়না। ছাত্রছাত্রীদের কাজ না পাবার মুল কারন হচ্ছে, তাদের দরকার হয়, বিশেষায়ীত কাজ। বিশেষায়ীত কাজ মানেই হচ্ছে, পার্ট টাইম কাজ। ছাত্রছাত্রীদের পার্ট টাইম কাজের দরকার হয় কারন তারা ফুল টাইম কাজ পেলেও করতে পারেনা। কারন তাদেরকে ক্লাশ করতে হয়ে প্রায় সপ্তাহে ৫ থেকে ৬ দিন এবং প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ ঘন্টা। শুধু তাই নয়, ক্লাশের সময় এমনভাবে ভার্সিটিগুলো মেইন্টেইন করে যে, কিছু জব পাওয়া গেলেও সেতা স্টুডেন্টরা করতে পারেনা কারন ঠিক তখনি ক্লাস থাকে। এতসব সমস্যার মধ্যেও অনেকেই পার্ট টাইম কাজের যোগার ঠিকই করে নেয় এবং ক্লাস এবং কাজ একসাথে সমতালে মেইন্টেইনও করতে পারে তারা। যারা এটা পারে তারা আসলেই লেজেন্ড। এমন টাইপের কাজের জন্য কল সেন্টার ছাড়া ঊপায় নেই। একমাত্র কল সেন্টার গুলোতেই রাতদিন ২৪ ঘন্টা কাজ হয়, ফলে যেকেউ যেকোন টাইমে প্রেফারেবল টাইমে কাজ করতে পারে। এখানে ক্লিক → করে এমন পার্ট টাইম জবের জন্য এপ্লাই করে জয়েন করতে পারো তুমিও।
Interest
ReplyDeleteHow to apply
ReplyDelete