Apply to ঘরে বসে অনলাইন স্কুলে কাজ শিক্ষকতা করতে চাইলে আবেদন জমা দিয়ে রাখতে পারেন - Teach in Online School
অনলাইন স্কুল কিন্তু আমাদের দেশে নেই বললেই চলে। শুধুমাত্র সকল স্কুল অনলাইন হয়ে গিয়েছিল কিছুদিন আগে সেটা আমরা সবাই জানি। কি কারনে হয়েছিল সেটাও কারো অজানা নয়। সেই আলোচনায় যাচ্ছি না।
তখন যেসব স্কুল অনলাইনে পড়ানো করেছিল তার অধিকাংশই এখন ক্যাম্পাসেই পড়িয়ে থাকে। তবে কিছু কিছু স্কুল এখনো অনলাইনে এবং অফলাইনে ক্লাস করিয়ে থাকে।
অনলাইনে যেসব ক্লাস তারা নিয়ে থাকে তার জন্য আলাদাভাবে টিচার নিয়োগ দিয়ে থাকে তারা।
মজার ব্যাপার হচ্ছে, এসব স্কুলের অধিকাংশই আমাদের এই দেশে নেই।
সবচেয়ে বেশি সংখ্যায় অনলাইন স্কুল আছে আমেরিকাতে।
যাইহোক আপনি যদি অনলাইনে বাচ্চাদের স্কুলে ABCD পড়াতে চান তাহলে এখানে ক্লিক করে এপ্লাই করেন।
আর যদি বাচ্চাদেরকে গনিত পড়াতে পারেন যেমন সংখ্যা লেখা শেখানো বা যোগ বিয়োগ অংক শিখাতে যদি পারেন তাহলে এখানে ক্লিক করে এপ্লিকেশন জমা দিন
অন্যদিকে যারা বিদেশি স্কুলের বাচ্চাদের যারা নতুন ভাষা যেমন বাংলা ভাষা যদি শেখাতে চান তাহলে এখানে ক্লিক করে দরখাস্ত জমা দিয়ে রাখেন
মনে রাখবেন, এপ্লাই করলেই যে, নিয়োগ পেয়ে যাবেন তা কিন্তু নয়। তবে যারা এপ্লাই করে রাখেন তারা এপ্লিকেশন Accepted হবার পর বেশ ভাল বেতনে কাজ পেয়ে যায়।
Comments
Post a Comment
প্রশ্ন থাকলে লিখুন