কোন একটা দেশ অর্থনীতিতে যতই উপরের দিকে উঠতে থাকে ততই সেই দেশে বোর্ডিং স্কুলের প্রয়োজনীয়তা বাড়তে থাকে।
কারন অর্থনীতিতে উন্নয়ন মানেই হচ্ছে, সকলের কাজের সংস্থান এবং সকলের মহা ব্যাস্ততা। সেই দিক বিবেচনা করতে আমেরিকাতে (USA) বোর্ডিং স্কুল গুলোর দরকার সবচেয়ে বেশি।
শুধু তাই নয়, যুক্তরাজ্যেও (UK) আছে বোর্ডিং স্কুলের ব্যাপক ডীমান্ড।
আমাদের দেশেও আছে অনেক বোর্ডিং স্কুল যেখানেও আপনি চাইলে শিক্ষকতা করতে পারেন।
yes
ReplyDelete