এই খবরে সোর্স থেকে জানা যায়, গত কয়েক দিনের তাপের গতিবিধি পর্যবেক্ষন করে এই ডাউনগ্রেডেড মান পাওয়া গিয়েছে। তবে যেহেতু এটি স্যাটেলাইট নির্ভর পর্যবেক্ষনের অংশবিশেষ তাই এই গতিবিধি কিছু পরিবর্তিত হতে পারে।
তবে আশাকরা যায়, আজ বিকেল থেকে তাপ কমা শুরু করবে এবং ২ দিনের মধ্যে বৃষ্টি হবে।
Tags
weather bangladesh