নিজ জেলার DC অফিসে কাজ নিন


 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

জেলা প্রশাসকের কার্যালয় 

চাঁপাইনবাবঞ্জ 

সংস্থাপন শাখা 

www.chapainawabganj.gov.bd 

স্মারক নং-০৫.৪৩,৭০০০,০০৭,১১,০০৪.২৪-১৯৭

তারিখঃ 

১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ 

২৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ 

নিয়োগ বিজ্ঞপ্তি 

জনপ্রশাসন মন্ত্রণালয়, উদ্বৃত্ত কর্মচারী শাখার ০৫ জানুয়ারি ২০২৫ তারিখের ০৫.০০.০০০০.১৬৬.১১.০০৮,১৬-০১ নম্বর স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে নিম্নবর্ণিত দপ্তরের শূন্য পদসমূহ অস্থায়ীভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে চাঁপাইনবাবঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে Online-এ (ওয়েবসাইটে http://dcchnganj.teletalk.com.bd) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। 

ক্রমিক নং 

দপ্তরের নাম 

পদের নাম, গ্রেড ও বেতন স্কেল 

পদ সংখ্যা 

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা 

০১ 

০২ 

০৩ 

08 

০৫ 

জেলা প্রশাসকের কার্যালয়, চাঁপাইনবাবঞ্জ ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ 

কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) ১১০০০-২৬৫১০/-

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক 

(গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/-

সার্টিফিকেট সহকারী (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/-

নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/-

বাবুর্চি (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/-

বেয়ারার (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/-

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী; এবং 

০১ (এক) টি 

(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে। 

১১ (এগারো) টি 

(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; 

(খ) কম্পিউটার চালনায় দক্ষতা; 

(গ) স্প্রেডশিট ও প্রেজেন্টেশন-এ দক্ষতা এবং 

(ঘ) কম্পিউটার Word Processing, Data Enty 

Typing এ প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। 

(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; 

(খ) কম্পিউটার চালনায় দক্ষতা; 

০৩ (তিন) টি 

(গ) স্প্রেডশিট ও প্রেজেন্টেশন-এ দক্ষতা এবং 

০৭ (সাত) টি 

০১ (এক) টি 

০৬ 

সার্কিট হাউজ, চাঁপাইনবাবগঞ্জ 

নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/-

০১ (এক) টি 

০৭

০১ (এক) টি 

(ঘ) কম্পিউটার Word Processing, Data Enty ও Typing এ প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। 

(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 

(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; 

(খ) রান্নার কাজে অন্যূন ০৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা। 

(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 

(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; 

(খ) সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন

Previous Post Next Post

Contact Form