নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা), এম আর এ সনদপ্রাপ্ত (০০০৪৬-০০৩২৭-০০৪২২), পিকেএসএফ এর সহযোগী সংস্থা হিসেবে দীর্ঘ দিন যাবৎ শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, ফরিদপুর, বরিশাল ও মুন্সীগঞ্জ জেলায় সুনামের সাথে ঋণ কার্যক্রম সহ অন্যান্য সামাজিক উন্নয়ন মুলক কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। বর্তমানে সংস্থার শূন্য পদে কিছু সংখ্যক এরিয়া ম্যানেজার নিয়োগ দিতে যাচ্ছে। পদের নাম: এরিয়া ম্যানেজার পদ সংখ্যা: ৫ দায়িত্বাবলী: - ৫ থেকে ৭টি শাখা অফিসের সঞ্চয় ও ঋণ কার্যক্রমের সার্বিক তদারকী করা।
- কর্ম পরিকল্পনা তৈরী করা ও সে অনুযায়ী কাজ করা।
- প্রতিটি শাখার উৎপাদন শীলতা বিশ্লেষণ করে শাখা ব্যবস্থাপকদের টার্গেট নির্ধারন করে দেয়া ও সেই মত তদারকী করা
- ৬ মাস অন্তর অন্তর সকল পাশবই অফিসে এনে শীট ও লেজারের সঙ্গে যাচাইয়ের ব্যবস্থা করা।
- প্রতি সপ্তাহে এরিয়ার অন্তর্ভুক্ত প্রতিটি শাখায় কমপক্ষে একবার পরিদর্শন করা।
- শাখা ব্যবস্থাপকের কর্মপরিকল্পনা চেক করা ও সরেজমিনে পরিদর্শন করে তা যাচাই করে দেখা।
- শাখা ব্যবস্থাপক ও কর্মীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা
যোগ্যতা: - ন্যূনতম স্নাতক ডিগ্রী
- সংশ্লিষ্ট পদে নুন্যতম ৩ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
- বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানো বাধ্যতামুলক।
- মাইক্রোসফট অফিস প্যাকেজে (এম এস ওয়ার্ড, এম এস এক্সেল, পাওয়ার পয়েন্ট) সম্পর্কে কম্পিউটারে ভাল দক্ষতা থাকা বাধ্যতামূলক।
- বাংলা ও ইংরেজী উভয় ভাষাতে বলা ও লেখায় খুব ভালো দক্ষতা থাকতে হবে।
- বয়স সীমা: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: নড়িয়া, শরীয়তপুর শিক্ষানবিশকাল বেতন: ৬০,০০০/- (ষাট হাজার টাকা)। স্থাযীকরনের পরে গ্রেড অনুযায়ী সুবিধা পাবেন।
উল্লেখিত এরিয়া ম্যানেজার পদের জন্য আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখের মধ্যে আবেদন করার অনুরোধ করা যাচ্ছে। আবেদনের সাথে নিম্নলিখিত বিঝয়সবস্তু প্রদান করতে হবে। - নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)'র অনুকুলে ২০০ টাকার ব্যাংক ড্রাফ্ট / পে অর্ডার (অফেরৎযোগ্য)
- পূর্ন জীবন-বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ)
- সদ্য তোলা ৩ কপি ছবি
- শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি
- অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতারসনদ ও ছাড়পত্রের ফটোকপি
- যারা কর্মরত রয়েছেন, কর্মরত সংস্থার নিয়োগ পত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্র সহ আবেদন উপ-পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) বিভাগ বরাবর প্রেরনের জন্য অনুরোধ করা গেল।
প্রেরনের ঠিকানা: নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা), ডাকঘর: নড়িয়া-৮০২০, উপজেলা: নড়িয়া, জেলা: শরীয়তপুর। নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)'র কর্তৃপক্ষ যে কোন আবেদন পত্র বা নিয়োগ কার্যক্রম যে কোন পর্যায়ে বাতিল করার অধিকার রাখেন। মো: জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) 01735343304 আবেদনের শেষ তারিখ : ৩০/০৯/২০২৫ |