ইংরেজি জানা থাকলে ৩২০০০ বেতনে আন্তুর্জাতিক কল সেন্টারে
ইংরেজি জানা থাকলে ৩২০০০ বেতনে আন্তুর্জাতিক কল সেন্টারে কলিং এর কাজ করতে পারেন। বাংলায় ১৪০০০। সপ্তাহে ৬ দিন ৫ ঘন্টা ডিউটি। ২৪ ঘন্টা অফিস কল চলে। ২৪ ঘন্টার মধ্যে যেকোন ৬ ঘন্টা মিনিমান কাজ করতে হবে। চাইলে ৬ ঘন্টার উপরেও কাজ করা যাবে। সেক্ষেত্রে প্রতিঘন্টা হিসেবে পেমেন্ট হবে। ইংরেজি কল সেন্টারে কাজের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এদের সেলারি অনেক বেশি থাকে এবং এদের কাজের পরিধি থাকে অনেক বড়। ফলে আপনি নিশ্চিন্তে দিনের পর দিন এদের সাথে কাজ করতে পারবেন এবং পেমেন্ট পাবেন ইন টাইম।