Posts

Showing posts with the label Poribar Porikolpona Jobs

পরিবার পরিকল্পনার মিডওয়াইফ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Image
বিজ্ঞপ্তির উতসস্থল কি? মুলত সরকারি চাকরির এই সার্কুলারটি এসেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে। বিজ্ঞপ্তির তথ্যমতে, এই সার্কুলারটি প্রকাশ করেছে এস সি এইস - সার্ভিসেস ইউনিট থেকে যেটা ৬, কাওরান বাজার, ঢাকা -১২১৫ এই ঠিকানায় অবস্থিত। বিজ্ঞপ্তিতে স্পস্টতই উল্লেখ আছে পরিবার পরিকল্পনার ওয়েব এড্রেস যেটা হচ্ছে, dgfp.gov.bd - এটি পরিবার পরিকল্পনার সরকারি অফিসিয়াল ওয়েবসাইট যার উল্লেখ আছে সার্কুলার প্রথমেই সবার উপরে। সুতরাং দ্বিমত যৌক্তিক কারন ব্যাতীত এ বিষয়ে কোন সন্দেহ নেই যে, এটি পরিবার পরিকল্পনার একটি জেনুইন নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তী অংশে আমরা দেখার চেষ্টা করবো যে, এই বিজ্ঞপ্তিতে কোন শুন্য পদের উল্লেখ আছে এবং অন্যান্য সকল বিষয়াদি। সাথেই থাকবেন। পদের নাম কি এবং এই পদের কাজ কি? ইতোমধ্যেই আপনারা হেডলাইনের মাধ্যেমেই জানতে পেরেছেন,  যে পদের জন্য পরিবার পরিকল্পনা থেকে এই সার্কুলার এসেছে সেই পদের নাম "মিডওয়াইফ" অনেকেই আছেন, যারা জানেন না যে, এই মিডওয়াইফ আবার কেমন ধরনের পদ। ফলে না জেনে অনেকেই ভুল বুঝে ভুল চিন্তা করে আছেন। তাই যারা জানেননা যে, মিডওয়াইফ পদটা আসলে কিসের পদ এবং এই পদে যারা কাজ পাবে