স্বপ্ন শপে রমজানের আগে শিক্ষা অভিজ্ঞতা ছাড়াই সিভি জমা দিন

সেদিন স্বপ্ন সুপার শপে গিয়ে ভেতরে ঢোকার রাস্তায় দেখলাম একটা বক্স রাখা আছে, যেখানে লেখা আপনার সিভি জমা দিন। সেই লেখার সাথে দেখলাম না কোন যোগ্যতা অভিজ্ঞতার কথা। মুলত সেলস ম্যান সেলস গার্ল পদের জন্যই সিভি নেয়া হচ্ছে এটা নিশ্চিত। ভেতরে যে ছেলে মেয়েরা কাস্টমারের দেখেশোনা করে তারাই সেলস গার্ল বা সেলসম্যান। 

এই কাজ করতে চাইলে উত্তরা ব্রাঞ্চে গিয়ে সিভি দিয়ে আসুন। আমি মুলত উত্তরা ব্রাঞ্চে এই বক্স দেখেছি। আপনার নিকটের ব্রাঞ্চে গিয়েও খোজ নিয়ে দেখতে পারেন, সেখানেও আছে কীনা জানার জন্য।


Comments