Skip to main content

সরকারি ফ্যামিলি ওয়েলফেয়ার পদে HSC পাসেই ১৮৪০৯ টাকা বেতনে চাকরি

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবার মন্ত্রণালয়

স্থানীয় সরকার বিভাগ

আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায়

তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। www.tarabopaurashava.com

স্মারক নং-তারাব পৌ:/ইউপিএইচসিএসডিপি-২/২০20/8021

তারিখঃ 22/02/202.5 :

নিয়োগ বিজ্ঞপ্তি

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ও তারাব পৌরসভা, নারায়ণগঞ্জ কর্তৃক পরিচালিত "আরবান প্রাইমারী হেথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২য় পর্যায়" শীর্ষক প্রকল্পে শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কতিপয় জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নলিখিত পদের বিপরীতে উল্লিখিত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নাম

পদ

বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বেতন (সর্ব মোট

বিশেষজ্ঞ চিকিৎসক (শিশু)

সর্ব্বোচ ৬০ বছর

এমবিবিএসসহ শিশুরোগ সম্পর্কিত পোষ্ট গ্রাজুয়েশনডিগ্রী/ডিপ্লোমাধারী। শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫৩,৩৮৫/-

ফ্যামিলি ওয়েলফার এ্যসিসটেন্ট

সর্ব্বোচ ৩০ বছর

উচ্চ মাধ্যমিক পাশ। পরিবার পরিকল্পনা কাজে পূর্ব অভিজ্ঞতা অগ্রাধীকার। শুধু মহিলা প্রার্থী আবেদন যোগ্য ।

১৮,৯০৪/-

শর্তাবলীঃ

১. প্রার্থীকে মেয়র, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ বরাবর আবেদন করতে হবে।

২. আবেদনপত্র আগামী ০৭.০৩.২০২৩ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে মেয়র, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ পৌছাতে হবে। উক্ত তারিখের পর কোন ভাবেই আবেদনপত্র গ্রহণ করা হবে না।

৩. আবেদনপত্রের সাথে সন তেল ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতা সনদ

(প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের কপি দাখিল করতে হবে। ৪. আবেদনের সাথে দাখিলকৃত কাগজপত্রের মূলকপি যৌখক পরীক্ষার অবশ্যই প্রদর্শন করতে হবে।

৫. নির্বাচিত প্রার্থীগণ কেবলমাত্র প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের বিধি মোতাবেক সাকুল্যে বেতনে নিয়োগ

প্রাপ্ত হবেন। নিয়োগপত্রই প্রকল্প সমাপ্তি শেষে চাকুরী হতে অব্যাহতি পত্র হিসাবে গণ্য হবে। ৬. কোন প্রকার কারন দর্শানো ব্যতিরেকেই কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞতি বাতিল/সংশোধন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে।

হাছিনা গাজী

স-৪২৭ (৬৩)

মোর, তারাব পৌরসভা, নারায়ণগঞ্জ ও সভাপতি, নিয়োগ কমিটি ইউপি এইচসিএসডিপি ২. ভারাব পৌরসভা, নারায়ণগঞ্জ।

Popular posts from this blog

Apply → শুধু বিকাল ৫ টা থেকে রাত ৮ টা বেতন ঘন্টা হিসেবে

মুলত অধিকাংশ অফিস বন্ধ হয়ে যায় ৪ টার মধ্যেই। কিন্তু ৫ টা থেকে ৮ টা পর্যন্ত অধিকাংশ অফিস খোলাই থাকে। অথচ সেই সময় সবাই অফিস থেকে চলে যায়। রেগুলার কর্মি যারা তারা দ্রুত বের হয়ে যায় অফিস থেকে ৪ টা বাজতেই। ফলে অফিসে দেখা দেয় তীব্র কর্মি সংকট। এই সংকট উত্তরনের জন্য অফিসগুলো, বিকাল ৫ টা থেকে রাত ৮ পর্যন্ত পার্ট টাইম বেসিসে লোক নিয়োগ দিয়ে থাকে। যারা এইসব কাজ করতে আগ্রহী তারা দ্রুত জয়েন করে ফেলবেন। এইসব কাজের মুল ক্ষেত্রটা হচ্ছে বেসরকারি ব্যাংক গুলো। আরেকটি ক্ষেত্র হচ্ছে মোবাইল কোম্পানিগুলো। ব্যাংকের ক্ষেত্রে এইসব কাজের জন্য কিছুটা অভিজ্ঞতার দরকার পড়ে। কারন অফিসিয়াল কিছু কমার্স ব্যাকগ্রাউন্ডের লোকদেরই এসব কাজের জন্য রাখা হয়ে থাকে। বিকালের কাজের আরেকটি বিশাল ক্ষেত্র হচ্ছে বিভিন্ন মাল্টিন্যশনাল কোম্পানির অফিস। এসব অফিসে অধিকাংশ কর্মচারি খুবই হাই প্রোফাইলের হয়ে থাকে। ফলে সময় শেষ হয়ে গেলেই এসব হাই প্রোফাইল চাকুরীজীবীদের অফিসে আটকে রাখা যায়না। আর তাছাড়া এদেরকে বিশাল অংকের টাকা দিতে হয়ে বাড়তি কাজ করতে দিলে। ইভিনিং এ এপ্লিকেশন জমা দেন - Submit Evening Jobs তাই অন্য অফিসের নিম্ন আয়ের অভিজ্ঞ কর্মচা

DBBL অনভিজ্ঞ অফিসার ৩০০০০ বেতনে নিচ্ছে যা ১ বছরে বেড়ে হবে ৪৯৪০৫ টাকা

 

পরিবার পরিকল্পনার ৮৮৩৫ শুন্যপদে নিয়োগের সার্কুলার ছাড়পত্র প্রকাশ

এপ্লীকেশন জমার ফর্ম নিন এপ্লীকেশন জমার ফর্ম নিন