Important

ওষুধ প্রশাসন নিয়োগ বিজ্ঞপ্ত - অনলাইনে আবেদন জমা দিন

পদের নাম ও বেতনস্কেল

(জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী) কম্পিউটার অপারেটর।

হিসাব সহকারী

১০২০০-২৪৬৮০/-

সাঁটমুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর। ১০২০০-২৪৬৮০/-

টেকনিক্যাল এসিসটে ১০২০০-২৪৬৮০/-

স্টোরকিপার

১০২০০-২৪৬৮০/-

ল্যাবরেটরী এসিসটেন্ট

অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক

১৩০০-২২৪৯০/-

 অনলাইনের আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:-

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dgda.teletalk.com.bd ওয়েবসাইট আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা নিম্নরুপ:

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকা।

(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ০৭ মার্চ, ২০২৩ তারিখ বিকাল ৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User Id প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।

(খ) online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষায় সময় এক কপি জমা দিবেন।

ভেরি ইজি চাকরিগুলো

গুরুত্বপুর্নঃ

ভাল কিছুঃ

স্বপ্ন শপে দরখাস্ত জমা দিন

কিছ ভিন্ন ধাচের হাই সেলারি জবঃ







যাদের খুব জরুরী জব দরকারি তারা নিচের জবগুলো দেখতে পারেন




 কথা বলার জন্য 📲ফোন নাম্বার নিন

বিনা অভিজ্ঞতায় সরকারি চাকরি তাও আবার মেট্রিক ইন্টার পাস হলেই



লাইফ চেঞ্জিং কিছু জব যেখানে জয়েনিং ইজ জলভাত