নাইট শিফট জব নিচের গুলাঃ

পার্সোনাল এসিস্টেন্স (PA)// পদে সরকারি (Gov) অফিসে// এইস এস সি (HSC) পাসেই// ২৬৫৯০ বেতনে// Joining এর সুযোগ নিন



 খুলনা বিশ্ববিদ্যাল

খুলনা রেজিষ্টারের কার্যালয়

(সংস্থাপন- ০৩ ও 08 )

স্মারক নম্বর : খুবি/প্রশা-৫নি-১৮/৯১-১৩৩

তারিখ : ০২-০২-২০২৩ খ্রি.

নিয়োগ বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রদেয় বেতন ও অন্যান্য আর্থিক সুবিধাসহ বিশ্ববিদ্যালয়ে নিম্নেবর্ণিত কর্মকর্তা ও কর্মচারীর শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে :

পদের নাম ও গ্রেড

জাতীয় বেতন স্কেল ২০১৫

ক্রমিক

পদের নাম ও গ্রেড

নং

পরিচালক (অডিট) (গ্রেড-০৫)

উপ-পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) (গ্রেড-০৫)


উপ-প্রধান প্রকৌশলী (সিভিল) (গ্রেড-০৫ )


সহকারী প্রকৌশলী (সিভিল) (গ্রেড-০৯)


সেকশন অফিসার (আইটি) (গ্রেড-০৯)

৬।

মেডিকেল অফিসার (গ্রেড-০৯)

৭।

সহকারী নিরাপত্তা কর্মকর্তা (গ্রেড-১০)

৮৷

পার্সোনাল এ্যাসিসট্যান্ট-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)

৯।

অফিস এ্যাসিসট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট (গ্রেড-১৬)

অফিস সহায়ক (গ্রেড-২০)

১১।

ল্যাব এটেনডেন্ট (গ্রেড-২০)

১২।

নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০)

আবেদনের শর্তাবলীঃ

আবেদন অনলাইনে (Online) করতে হবে এবং পূরণকৃত আবেদনপত্র ডাউনলোড করতঃ প্রয়োজনীয় (০৪নং শর্তে চাহিত ) কাগজপত্রাদিসহ ১০ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডভুক্ত পদের জন্য ১০ (দশ) সেট এবং ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডভুক্ত পদের জন্য ০৩ (তিন) সেট আবেদনপত্র নিম্নস্বাক্ষরকারী বরাবর ০৫.০২.২০২৩খ্রি. থেকে ২৬.০২.২০২৩খ্রি. তারিখের মধ্যে ডাকযোগে/সরাসরি হার্ডকপি প্রেরণ করতে হবে। উল্লেখ্য, অনলাইন আবেদনের সাথে (গ্রেড ৯ম বা তদূর্ধ্ব গ্রেডভুক্ত পদে ৬০০/- (ছয়শত), ১০ম গ্রেডভুক্ত পদে ৫০০/- (পাঁচশত), ১৩তম থেকে গ্রেড-১৬তম গ্রেডভুক্ত পদে ২০০/- (দুইশত) এবং গ্রেড-১৭ থেকে গ্রেড-২০ গ্রেডভুক্ত পদের জন্য ১০০/- (একশত) টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইন আবেদন ফরম, পেমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://ku.ac.bd/career) পাওয়া যাবে। অনলাইন আবেদন ব্যতীত কোন আবেদন গ্রহণযোগ্য নয়।

খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। ০৩. চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র সংযুক্ত

করতে হবে। ০৪. প্রতিসেট আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি অবশ্যই দাখিল করতে হবে-

ক) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি

খ) নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি

গ) বিজ্ঞপ্তির ক্রমিক নং ১-৯ নং (৫ ব্যতীত) পদের জন্য কম্পিউটার সনদের সত্যায়িত কপি দিতে হবে ঘ) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (প্রতি সেটে একটি)

ঙ) যে কোন এক সেট আবেদনপত্রের সঙ্গে অনলাইনে জমাকৃত পেমেন্ট স্লিপ দিতে হবে।

০৫.

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়। বিদেশে স্থায়ীভাবে

বসবাসরত/বসবাসের অনুমতি প্রাপ্ত ব্যক্তিও বিবেচিত হবেন না। ০৬. বিজ্ঞপ্তির ক্রমিক নং- ৪ এ সহকারী প্রকৌশলী (সিভিল) পদে গত ১১.০৯.২০২২খ্রি. তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই ।

আবেদনপত্র আগামী ০৫.০২.২০২৩খ্রি. থেকে ২৬.০২.২০২৩খ্রি. তারিখ বিকাল ৪:০০ টার মধ্যে ডাকযোগে/সরাসরি

নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে অবশ্যই পৌঁছাতে হবে। ০৮. অনুমোদিত পদ থাকা সাপেক্ষে বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে ।

০৯. নিয়োগ সংক্রান্ত কর্তৃপক্ষীয় সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে । ১০. লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

স্বাক্ষরিত/-

(প্রফেসর খান গোলাম কুদ্দুস) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)

পিসি-১৬৫/২৩ (৮ ×3)

Comments

Part Time Only

ফুল টাইম কিন্তু অকল্পনীয় সহজ জবগুলো