২০১৮ সালের টিকেট কালেকটর পদের পরীক্ষার ১ টি ইংরেজি প্রশ্নের কথোপকথন - আবেদন (Apply) জমার ফর্মঃ

২০১৮ সালের টিকেট কালেকটর পদের পরীক্ষার ১ টি ইংরেজি প্রশ্নের কথোপকথন

২০১৮ সালের রেলওয়ের টিকেট কালেক্টর পদে নিয়োগের যে পরীক্ষা হয়েছিল, সেখানে ইংলিশের যে প্রশ্নগুলো ছিল সেগুলো এতটাই কঠিন ছিল যে, ভাল ইংরেজি জানা লোকের পক্ষেও উত্তর দিতে কলিজা শুকিয়ে যাবে। তবে হতাশ হবেন না। কারন, ইংরেজির সবগুলো প্রশ্ন কঠিন ছিলনা। ৩/৪ প্রশ্ন ছিল ভয়াবহ। যেমন ধরুন, Write 2 synonyms of embroiled, এমব্রয়েল্ড শব্দটির ২ টি সমার্থক শব্দ লেখ। সবচেয়ে মজার ব্যপার হচ্ছে, ৭০ ভাগ ক্যন্ডিডেট জানেইনা, Synonym মানে সমার্থক শব্দ। বাকী ৩০ ভাগ যারা আছে তাদের ২৫ ভাগ এর সিনোনিম জানেনা এবং শেষের ৫ ভাগের কেউ ১ টা সিনোনিম জানে আর কেউ ২ টা জানলেও বানান জানেনা।

Embroiled এর, সবচেয়ে দারুন ১ টা সিনোনিম হচ্ছে Mixed up আর, আরেকটা হতে পারে Involved.

আরেকটা প্রশ্ন ছিল, Change the number: oasis, vertex (একবচন দেয়া আছে বহুবচন করতে বলেছে)

উত্তর হচ্ছে, Oases, Vertices

এখন কথা হচ্ছে, Oases না হয় মানলাম কিছুটা সহজ। কিন্তু Vertex এর বহুবচন কয় জনে পারে, আল্লাহই জানেন!

যাইহোক, সবগুলা প্রশ্ন নিয়েই এমন আলোচনা করবো একটু একটু করে। একসাথে সব প্রশ্নের উত্তর দেয়া শুরু করলে হাপিয়ে যাবেন। পেজে লাইক দিয়ে SEE FIRST বা ফেবারিট করে রাখুন যাতে পাব্লিশ করার সাথে সাথে নোটিফিকেশন পান।

একটা কথা মনে রাখবেন, এক সাথে যদি সব পড়তে যান তাহলে আপনি জীবনেও কিছু শিখতে পারবেন না। শিখতে হলে One Step at a time (এক কদম এক কদম নীতি) মানতেই হবে।

No comments:

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন

আবেদন (Apply) জমার ফর্মঃ

Job List

সব জব

 এই চাকরিতে আবেদন জমা দেন → ৮) আলহামদুলিল্লহা প্রাথমিকের সার্কুলার চাকরির আবেদন নেয়া হচ্ছে - জমা দিন ৯) আলহামদুলিল্লহা প্রাথমিকের সার্কুলার চাকরির আবেদন নেয়া হচ্ছে - জমা দিন ৬) বিমান ২০০০ টাকা ডেইলি বেতনে এপ্লাই করে জয়েনিং নিন ৪) ব্যাংকের কল সেন্টার জব ২৬০০০ বেতন Apply ১২) আলহামদুলিল্লহা প্রাথমিকের সার্কুলার চাকরির আবেদন নেয়া হচ্ছে - জমা দিন

লাইফ চেঞ্জিং কিছু জব যেখানে জয়েনিং ইজ জলভাত










কিছ ভিন্ন ধাচের হাই সেলারি জবঃ







বিনা অভিজ্ঞতায় সরকারি চাকরি তাও আবার মেট্রিক ইন্টার পাস হলেই

বিজ্ঞাপনঃ