ঈদের আগের ১ মাসের জন্য ৩০০০০ বেতনে কাজ দিচ্ছে যমুনা ফিউচার পার্কের দোকান

 যমুনা ফিউচার পার্কের বিভিন্ন দোকানে কোরবানির ঈদের আগ পর্যন্ত কাজের জন্য পার্ট টাইমে কাজ দিচ্ছে। যেহেতু পার্ট টাইম এবং কাজের ক্ষেত্র সীমিত সময়ের জন্য ৩০ হাজার টাকা পর্যন্ত সেলারির কথাও উল্লেখ করেছে কিছু কিছু দোকান। তবে সেক্ষেত্রে করতে হবে কিছু বিশেষ পরিশ্রম। যেমন সেসব দোকান এমন অফার দিচ্ছে তারা বিক্রির উপর ভিত্তি করে ৫ থেকে ১০ পার্সেন্ট বোনাসের ব্যাবস্থা রেখেছে। মানে হচ্ছে, আপনি যদি ১০০০০ টাকার কোন পন্য বিক্রি করতে পারেন কোন কাস্টমারকে কনভিন্স করে সেক্ষেত্রে আপনি কমিশন পাবেন ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। এভাবে ৩০০০০ টাকা পর্যন্ত কমিশনের বিধান রেখে কাজ দিচ্ছে কিছু কিছু শপ।

দ্রুত সেই সব দোকান গুলোতে এপ্লাই করেই জয়েন করে ফেলুন।

15 Comments

প্রশ্ন থাকলে লিখুন

Previous Post Next Post

Contact Form