HSC পাসেই ২৫০০০ বেতনে সিভিল এভিয়েশনে স্কুলে চাকরি নিতে পারেন - আবেদন (Apply) জমার ফর্মঃ

HSC পাসেই ২৫০০০ বেতনে সিভিল এভিয়েশনে স্কুলে চাকরি নিতে পারেন


 

 

স্থাপিত:১৯৬৩

সিএএসসি/অঃনথি/০৪/নিঃবিজ্ঞপ্তি/২০২৩/ভঃ-০১/০০১/

নিয়োগ বিজ্ঞপ্তি

 

১। সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিজস্ব অর্থায়নে নিম্নবর্ণিত পদে নিয়োগ সম্পর্কিত:

ক্রম
পদের নাম
পদ সংখ্যা
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
গ্রেড ও বেতন স্কেল
ক)
প্রভাষক: বাংলা

০২
ক) সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি ২য় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি
খ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের কলেজ সেকশন -এ প্রভাষক পদে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
গ্রেড-৯ ২২,০০০- ৫৩,০৬০/-
খ)
মেডিকেল এন্ড সাইকোলজিক্যাল এসিস্ট্যান্ট
০১
ক) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফার্মেসী বিষয়ে ডিপ্লোমাধারী হইতে হবে।
খ) যে কোনো প্রতিষ্ঠানে মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে ৮ - ১০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক।
গ) সশস্ত্র বাহিনীর মেডিকেল ট্রেডের অবসরপ্রাপ্ত সার্জেন্ট বা তদুর্ধ্ব ব্যক্তিরা অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
১। বেতন সর্বসাকুল্যে =২৫০০০/- টাকা
২। ৫০% ঈদ বোনাস প্রাপ্য হইবেন।
৩। ১০% বৈশাখী ভাতা প্রাপ্য হইবেন।
গ)
পিএ টু অধ্যক্ষ ও এডমিন এসিস্ট্যান্ট
০১
ক) নূন্যতম এইচ.এস.সি পাশ হতে হবে।
খ) ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
গ) কম্পিউটারে দক্ষতা (মাইক্রোসফ্ট অফিস) থাকতে হবে।
ঘ) সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত এডমিন ও সেক এসিস্ট্যান্ট (জিডি) ট্রেডের সার্জেন্ট বা তদুর্ধ্ব ব্যক্তিরা অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
১। বেতন সর্বসাকুল্যে =২৫০০০/- টাকা
২। ৫০% ঈদ বোনাস প্রাপ্য হইবেন।
৩। ১০% বৈশাখী ভাতা প্রাপ্য হইবেন।
ঘ)
পরিচ্ছন্নতা কর্মী
০২
অষ্টম শ্রেণি পাশ১। বেতন সর্বসাকুল্যে =১৫০০০/- টাকা
২। ৫০% ঈদ বোনাস প্রাপ্য হইবেন।
৩। ১০% বৈশাখী ভাতা প্রাপ্য হইবেন।

২। অন্যান্য যোগ্যতা: প্রভাষক পদে সর্বোচ্চ বয়স ৩৮ বছর ও পরিচ্ছন্নতাকর্মী বাদে অন্যান্য পদে অভিজ্ঞ প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য। পরিচ্ছন্নতাকর্মীদের আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর। প্রভাষক পদে সমগ্র শিক্ষা জীবনে কমপক্ষে ০২ টি (দুইটি) স্তরে ১ম শ্রেণি/বিভাগ/সমমান থাকতে হবে এবং কোন স্তরে ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে না।

৩। অন্যান্য সুবিধাদি: অত্র প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী প্রভাষক পদে চাকুরী স্থায়ীকরণ সাপেক্ষে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

৪। আবেদনের তারিখ: ১ জানুয়ারী ২০২৪ থেকে ১৮ জানুয়ারী ২০২৪ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত (অন-লাইনের মাধ্যমে)।

৫। আবেদনের নিয়মাবলি: প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে সকল নিয়মাবলী অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় তথ্য সহ রঙিন ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদনের ঠিকানা ওয়েবসাইট (www.casc.edu.bd / https://cascjobs.apply.ac) এ আবেদন ফরম পাওয়া যাবে। আবেদন ফি অনলাইন চার্জ সহ ১(ক) পদের জন্য ৫৫০/-টাকা, ১(খ) ও ১(গ) পদের জন্য ৩৫০/-টাকা এবং ১(ঘ) পদের জন্য ১০০/-টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে (বিকাশ চার্জ প্রযোজ্য)। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে।

৬। পরীক্ষা পদ্ধতি: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান/দাপ্তরিক দক্ষতা যাচাই এবং মৌখিক পরীক্ষার বিষয়ে এসএমএস করা হবে। ১(ঘ) পদের ক্ষেত্রে শুধুমাত্র মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মুল কপি প্রদর্শন করতে হবে।

৭। প্রবেশপত্র: প্রবেশপত্র প্রাপ্তির জন্য আবেদনকারীকে যথাসময়ে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং www.casc.edu.bd অথবা https://cascjobs.apply.ac লিংকের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। Online আবেদনে আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া ও প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা বাঞ্ছনীয়।

৮। শর্তাবলি: প্রার্থীদেরকে উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কোন কারণ দর্শানো ব্যতিরকে কর্তৃপক্ষ যেকোন আবেদনপত্র বাতিল এবং নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।


অধ্যক্ষ  


No comments:

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন

আবেদন (Apply) জমার ফর্মঃ

Job List

সব জব

 এই চাকরিতে আবেদন জমা দেন → ৮) আলহামদুলিল্লহা প্রাথমিকের সার্কুলার চাকরির আবেদন নেয়া হচ্ছে - জমা দিন ৯) আলহামদুলিল্লহা প্রাথমিকের সার্কুলার চাকরির আবেদন নেয়া হচ্ছে - জমা দিন ৬) বিমান ২০০০ টাকা ডেইলি বেতনে এপ্লাই করে জয়েনিং নিন ৪) ব্যাংকের কল সেন্টার জব ২৬০০০ বেতন Apply ১২) আলহামদুলিল্লহা প্রাথমিকের সার্কুলার চাকরির আবেদন নেয়া হচ্ছে - জমা দিন

লাইফ চেঞ্জিং কিছু জব যেখানে জয়েনিং ইজ জলভাত










কিছ ভিন্ন ধাচের হাই সেলারি জবঃ







বিনা অভিজ্ঞতায় সরকারি চাকরি তাও আবার মেট্রিক ইন্টার পাস হলেই

বিজ্ঞাপনঃ