চোখের নিমিষে অসংখ্য শুন্যপদে চাকরি দিচ্ছে ষ্ট্যন্ডার্ড ব্যাংক - A Job Circular by Standard Bank

৭ প্রকার হাই অফিসিয়াল পদে জব দিচ্ছে ষ্ট্যন্ডার্ড ব্যাংক। বেতন কত হবে সেটা উল্লেখ নেই তবে পদের নামের দিকে তাকালেই বোঝা যায় বেতন কতটা ভারি হবে। এইসব পদে অন্যান্য ব্যংকে বেতন প্রায় ৭৫০০০ থেক ১৫০০০০ পর্যন্ত হয়ে থাকে। আশাকরা যায় এই ব্যাংকের ক্ষেত্রেও এইরুপ বেতনের পরিমানের তেমন একটা হেরফের হবেনা।
পদের নামগুলোর সবগুলোই শুরুই হয়েছে HEAD দিয়ে। তার মানে হচ্ছে যেই ডিপার্টমেন্টেই হোকনা কেন সেই ডিপার্টমেন্টের হেড নেয়া হচ্ছে এটা নিশ্চিত।
নিচে সার্কুলারে মুল ছবিটা দিয়ে দিলাম।
দেখে মিলিয়ে নিন।



 

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন

Previous Post Next Post

Contact Form