সার্ভের কাজ এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সরকারি কাজের প্রতিটি সেক্টরে সার্ভের মাধ্যমে পাব্লিক ডীমান্ড যাচাইয়ের কাজ করা হয়। কারন সরকারি কাজের সাথে যদি পাবলিক ডিমান্ড একদম না মেলে সেক্ষেত্রে সরকার ব্যাবস্থা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুক্ষীন হয়।
এসব সমস্যার সমাধানের নিরিক্ষে সব দেশের সরকার তাদের দেশে সার্ভে চালাতেই থাকে নিভৃত্বে।
সার্ভের কাজে ঘরে বসেই রেজিষ্ট্রশন করা যায়। রেজিষ্ট্রেশন করলেই কাজ শুরু করা যায়। কোন বাতিলের ব্যাপার নেই।
নিচের রেজিষ্ট্রেশন করুন বা Register Now for Survey বাটনে ক্লিক করে ফর্ম ফিলাপ করে কাজ শুরু করেন
এছারা, সরকারি মেডিকেল সার্ভেও আছে। সেখানেও কাজ করতে পারেন তবে ৩০০ টাকা ডেইলি পাবেন।
মেডিকেলের সার্ভের রেজিষ্ট্রেশন করুন
এছারা, অন্য চাকরিগুলোও করতে পারেন নিচের লিষ্ট থেকে
Tags
Survey Jobs
Ami korbo
ReplyDeleteKi pass niche
ReplyDelete