রমজানে ডেইলি ১০০০ টাকা বেতনে কাজে নিন এভাবে

 রমজানে ডেইলি বেসিসে কাজ করে টাকা আয় করার একমাত্র মাধ্যম হচ্ছে বিভিন্ন শপিং মলের দোকানগুলোতে কাজ করা। শপিং মলের দোকানে রমজান মাসে যে পরিমান কাজের ক্ষেত্র তৈরী হয় তা কল্পনাতীত। এই কল্পনাতীত কাজে জয়েন করতে পারেন আপনিও খুব সহজেই।

এই কাজগুলো পাবার জন্য আপনি আপনার সিভি বানিয়ে প্রিন্ট করে নিন কমপক্ষে ১০ কপি। সিভিতে অবশ্যই বড় করে লিখবে যে, আপনি শুধুমাত্র রমজানের ৩০ দিন কাজ করতে চান তারপর একদিন সময় করে বেরিয়ে পড়ুন সকাল সকাল। প্রথমেই চলে যান যমুনা ফিউচার পার্কে। সেখানে গিয়ে আপনি প্রায় প্রতিটি দোকানেই মুল দরজার সামনে সিভি ড্রপ করার একটি বক্স দেখতে পাবেন। সেই বক্সে সিভি ড্রপ করে দিয়ে আসুন। এভাবে বসুন্ধরা সিটি শপিং মল, আড়ং, স্বপ্ন সহ আরো যত বড় শপিং মল আছে সেগুলোতেও সিভি জমা দিয়ে আসুন।

সিভিতে যেহেতু আপনি রমজানের কাজের কথা উল্লেখ করে দিয়েছেন, সেহেতু রমজানের ঠিক আগে আপনি কল পাবেন প্রতিটি দোকান থেকেই।

এই সিস্টেম সবাই চাকরি পেয়েছে। আজ পর্যন্ত কেউ হতাশ হয়নি। আপনিও পাবেন নিশ্চিত থাকতে পারেন।

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন

Previous Post Next Post

Contact Form