Apply → সকালের দিকে ৩/৪ ঘন্টা ২০০ টাকায় কাজ করেন


এই কাজগুলো বিভিন্ন নাইট শিফট জবের জন্য বিখ্যাত প্রতিষ্ঠানে হয়ে থাকে।
সেখানে পুরো রাত কাজ হয়।
ফলে সকালের দিকে অফিস স্টাফ শুন্য হয়ে পড়ে।
সেই শুন্যতা পুরনের জন্য তারা সকালের দিকে কাজ দিয়ে থাকে।
তবে এসব কাজ করার জন্য কিছুটা স্কিলের দরকার পড়ে।
যেমন কিছু টেকনিক্যাল কাজ।
আবার স্কিল ছাড়াও এসব কাজ করা যায়।
সেক্ষেত্রে বেতন কম হবে।


8 Comments

প্রশ্ন থাকলে লিখুন

  1. Replies
    1. Yes I' accepted ur applecatio

      Delete
  2. বিস্তারিত লিখুন আর দরখাস্ত জমা দিন এখানে এরকম লেখা গুলোতে ক্লিক করলে কিছু আসেনা। আর লোকেশন প্লিজ দিবেন

    ReplyDelete
  3. কিভাবে আবেদন করতে পারবো, রাত জাগা নিয়ে কোনো সমস্যা নেই, ঝিনাইদহ থেকে

    ReplyDelete
  4. আমার কাছে মনে হচ্ছে আপনাদের এটা সম্পূর্ণ ভুয়া নিউজ ,আপনারা এখানে জব এর যে লোকেশন গুলো সে লোকেশন গুলা দেন, প্রতিটি জব এর ডিটেলস সহ বিস্তারিত লিখেদের লোকেশন দেন এবং কিভাবে এপ্লাই করব সেটা একটু দেখিয়ে দিবেন তা না হলে আপনারা আমরা মরে গেলে এটা একটা ভুয়া

    ReplyDelete
Previous Post Next Post

Contact Form