১৬০০০/ ১৮০০০/ ২০০০০ বেতনে অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি প্রাকাশ - আবেদন (Apply) জমার ফর্মঃ

১৬০০০/ ১৮০০০/ ২০০০০ বেতনে অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি প্রাকাশ

 

 

পেইজ ডেভেলপমেন্ট সেন্টার
৬৭/৫৮, নাহার প্লাজা (৮ম তলা), নজরুল এভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা।
এমআরএ সনদ নং ০০৫৬১০০৬৫৭০০০২৮
 

 

Memo No : PAGE /H.O./Admn.03/2024/
তারিখ: ১২/০২/২০২৪

নিয়োগ বিজ্ঞপ্তি

পেইজ ডেভেলপমেন্ট সেন্টার একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে পিকেএসএফ, বাংলাদেশ ব্যাংক, ইডকল ও অন্যান্য বেসরকারী ব্যাংক এর অর্থায়নে দেশের ১৬টি জেলায় ১৬০টি শাখার মাধ্যমে দীর্ঘ ৩০ বছর যাবৎ ঋণ কর্মসূচির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, সৌরবিদ্যুৎ, উন্নত চুলা, গৃহায়ন, রেমিট্যান্স, ওয়াশ, রেইজ, সমৃদ্ধি ও কৃষি বহুমুখীকরণ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। সংস্থার ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে  নিম্নোক্ত পদে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ক্র.
পদের নাম
বেতন
শিক্ষাগত যোগ্যতা ও বয়স
শিক্ষানবীশকাল
নিয়মিতকরণের পর
০১
সিনিয়র ফিল্ড অফিসার
২০,০০০/-
৩৮,০৭৬/- (গ্রস)
স্নাতকোত্তর/ সমমান
সর্বোচ্চ ৩২ বছর
০২
ফিল্ড অফিসার
১৮,০০০/-
৩২,৭৯১/- (গ্রস)
স্নাতক / সমমান
সর্বোচ্চ ৩২ বছর
০৩
জুনিয়র ফিল্ড অফিসার
১৬,০০০/-
৩২,৪০২/- (গ্রস)
এইচএসসি/সমমান।
সর্বোচ্চ ৩২ বছর

 

চাকুরীর সুবিধাদি:
শিক্ষানবীশকাল  (০৬ মাস) সফলভাবে সমাপ্তির পর সংস্থার চাকুরী বিধিমালা অনুযায়ী বেতন স্কেল, বাৎসরিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, ০২ টি উৎসব বোনাস, পিএফ, গ্রাচুইটি, কর্মী কল্যাণ তহবিল, মোটরসাইকেল ও বাইসাইকেল ঋণ, সংস্থার নিজস্ব ব্যবস্থাপনায় ফ্রি একক আবাসন ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সংস্থার নিয়মানুযায়ী প্রদান করা হবে।

চাকুরীর শর্তাবলী:

  • নির্বাচিত প্রার্থীদের কর্ম এলাকার যে কোন শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • প্রার্থীকে বাই সাইকেল/ মটর সাইকেল  চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • নির্বাচিত প্রার্থীদের কাজে যোগদানের পূর্বে ১০,০০০/- (দশ হাজার) টাকা ফেরৎ যোগ্য জামানত সংস্থার অনুকূলে জমা করতে হবে।
  • নির্বাচিত প্রার্থীদেরকে চূড়ান্ত নিয়োগের পূর্বে একজন গ্রহণযোগ্য জামিনদার ও একজন স্বাক্ষী নিয়ে আসতে হবে যিনি প্রার্থীর সকল আর্থিক অনিয়মজনিত দায়-দায়িত্ব বহন করবেন এবং ক্ষতিপূরণ প্রদানে সক্ষম হবেন।

আগ্রহী প্রার্থীগণ নির্বাহী পরিচালক, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার, ৬৭/৫৮, নাহার প্লাজা (৮ম তলা) নজরুল এভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা-এর বরাবর, খামের উপর পদের নাম উল্লেখ করে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, এনআইডি, জাতীয়তা ও চারিত্রিক সনদ এর সত্যায়িত ফটোকপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গীন ছবি সহ দরখাস্ত অত্র কার্যালয়ের  প্রশাসন বিভাগে জমা করতে হবে।  যোগাযোগের  সুবিধার্থে  অবশ্যই মোবাইল  নাম্বার উল্লেখ  করতে হবে।  অসম্পূর্ণ  দরখাস্ত বাতিল বলে  গণ্য হবে। দরখাস্ত  গ্রহণের শেষ  তারিখ ২৭-০২-২০২৪ইং বিকাল ৫ টা। পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও ভ্যানু এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

 
(মো: ইউনুছ)
নির্বাহী পরিচালক
পেইজ ডেভেলপমেন্ট সেন্টার।

No comments:

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন

আবেদন (Apply) জমার ফর্মঃ

Job List

সব জব

 এই চাকরিতে আবেদন জমা দেন → ৮) আলহামদুলিল্লহা প্রাথমিকের সার্কুলার চাকরির আবেদন নেয়া হচ্ছে - জমা দিন ৯) আলহামদুলিল্লহা প্রাথমিকের সার্কুলার চাকরির আবেদন নেয়া হচ্ছে - জমা দিন ৬) বিমান ২০০০ টাকা ডেইলি বেতনে এপ্লাই করে জয়েনিং নিন ৪) ব্যাংকের কল সেন্টার জব ২৬০০০ বেতন Apply ১২) আলহামদুলিল্লহা প্রাথমিকের সার্কুলার চাকরির আবেদন নেয়া হচ্ছে - জমা দিন

লাইফ চেঞ্জিং কিছু জব যেখানে জয়েনিং ইজ জলভাত










কিছ ভিন্ন ধাচের হাই সেলারি জবঃ







বিনা অভিজ্ঞতায় সরকারি চাকরি তাও আবার মেট্রিক ইন্টার পাস হলেই

বিজ্ঞাপনঃ