৬ষ্ঠ হতে ১২ শ্রেণি পর্যন্ত বাংলা, ইংরেজী, গনিত, আই সি টি, ধর্ম,সমাজ, পদার্থ, রসায়ন, জীব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে - Become School Teacher - আবেদন (Apply) জমার ফর্মঃ

৬ষ্ঠ হতে ১২ শ্রেণি পর্যন্ত বাংলা, ইংরেজী, গনিত, আই সি টি, ধর্ম,সমাজ, পদার্থ, রসায়ন, জীব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে - Become School Teacher

 স্কুলে পড়ানোর শখ যাদের বা শিক্ষকতা করার ইচ্ছে আছে যাদের তাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি। স্কুলের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এটা। কিন্তু এই বিজ্ঞপ্তিটা কিছুটা ব্যাতিক্রম।

কারনগুলো জানাচ্ছি। তার আগে বলে নিই যে, এই স্কুলটি অবস্থিত ঢাকার মিরপুরে। মিরপুরের ১০ নাম্বারে যারা থাকেন তারা হয়তো এই স্কুলটি দেখে থাকবেন। দেখে থাকলে ভাল কারন যেহেতু ঢাকার স্কুল সেহেতু মিরপুরের দিকে যারা থাকেন তাদের জন্য এপ্লিকেশন জমা দেবার বেশ ভাল রিজন থাকতেই পারে। তবে এখন মেট্রোরেলের আশেপাশে যারা থাকেন তাদের জন্যও অনেক সুবিধা হবে যদি শিক্ষকতার ইচ্ছে থেকে থাকে।

স্কুলের নাম গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজ। এই স্কুলটি পরিচালিত হয় গ্রীনওয়েজ ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে। ফলে অনেক স্ট্রং গভর্নিং বডি সেটাতো বুঝতেই পারছে। ব্যাতিক্রম বলার এটা একটা কারন।

অন্য কারন যেটা সেটা হল, এই স্কুলের শিক্ষকদের বেতন দেয়া হয় সরকারি বিধি অনুযায়ী। সো বেতন ভাতা নিয়ে নো টেনশন। 

শিক্ষক নেয়া হবে ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলা, ইংরেজী, গনিত, আই সি টি, ইসলাম ধর্ম,সামাজিক বিজ্ঞান, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, বিষয়ে ইংরেজি ভার্সনের জন্য।

নিজেকে এই পদের জন্য যোগ্য মনে করে থাকলে আপনার সিভি পাঠিয়ে দিতে পারেন এই ইমেল এড্রেসে। greenfieldcollege07@gmail.com

সিভি পাঠানোর পর আপনাকে এস এম এমের মাধ্যে পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে বলে উল্লেখ করা আছে মুল সার্কুলারেই।

No comments:

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন

আবেদন (Apply) জমার ফর্মঃ

Job List

সব জব

 এই চাকরিতে আবেদন জমা দেন → ৮) আলহামদুলিল্লহা প্রাথমিকের সার্কুলার চাকরির আবেদন নেয়া হচ্ছে - জমা দিন ৯) আলহামদুলিল্লহা প্রাথমিকের সার্কুলার চাকরির আবেদন নেয়া হচ্ছে - জমা দিন ৬) বিমান ২০০০ টাকা ডেইলি বেতনে এপ্লাই করে জয়েনিং নিন ৪) ব্যাংকের কল সেন্টার জব ২৬০০০ বেতন Apply ১২) আলহামদুলিল্লহা প্রাথমিকের সার্কুলার চাকরির আবেদন নেয়া হচ্ছে - জমা দিন

লাইফ চেঞ্জিং কিছু জব যেখানে জয়েনিং ইজ জলভাত










কিছ ভিন্ন ধাচের হাই সেলারি জবঃ







বিনা অভিজ্ঞতায় সরকারি চাকরি তাও আবার মেট্রিক ইন্টার পাস হলেই

বিজ্ঞাপনঃ