HSC হলেই শিক্ষানবিশ নিচ্ছে আকিজ (Akij) ১০০০০ বেতন সহ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়িটি উৎসব ভাতা ও চিকিৎসাসেবা সুবিধা

শিক্ষানবিশ মানে হচ্ছে, যে কাজ করতে করতে শিখবে। আকিজ এরুপ শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করেছে।

শিক্ষা খুবই অল্প চাওয়া হয়েছে। এইস এস সি পাস হলেই এপ্লাই করা যাবে। তবে কিছু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে ভোকেশনাল স্কুল এন্ড কলেজ থেকে এইস এস সি হতে হবে। শুধু তাই নয় শুধুমাত্র ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিকাল, পাওয়ার বিষয়ে এইস এস সি হলে তবেই এপ্লাই করা যাবে।

আরেকটি শর্তের উল্লেখ করেও দেয়া হয়েছে। ডিপ্লোমা করা আছে যাদের তাদেরকে এপ্লাই করতে নিষেধ করা হয়েছে।



Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন

Previous Post Next Post

Contact Form