সহকারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেতন ১০৫০০ - আবেদন (Apply) জমার ফর্মঃ

সহকারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেতন ১০৫০০

 

নিয়োগ বিজ্ঞপ্তি
ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা।

ন্যাশনাল আইডিয়াল স্কুলের সাফল্যময় অগ্রযাত্রার কার্যক্রমে অংশগ্রহণ এবং শিক্ষকতাকে মহান পেশা হিসেবে গ্রহণ করতে আগ্রহী চরিত্রবান, পরিশ্রমী ও উদ্যমী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে স্কুলের বাংলা ভার্সনের জন্য বেশ কিছু সংখ্যক শিক্ষক নিয়োগদানের নিমিত্তে নিম্নে উল্লেখিত ই-মেইলে আবেদন আহ্বান করা হচ্ছে।

সহকারী শিক্ষক
বিষয়
শিক্ষাগত যোগ্যতা
শিল্প ও সংস্কৃতি (চারু ও কারুকলা)
কমপক্ষে বি.এফ.এ ডিগ্রী। (নিবন্ধন বাধ্যতামূলক নয়)।
  • Appeared প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নাই।
  • সকল পদের জন্য শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
  • প্রার্থীর বয়স: যাদের জন্ম ০১/০১/১৯৯২ তারিখের পর, কেবল তারাই আবেদন করতে পারবেন।
  • বেতনভাতা: ১০,৫০০/- (দশ হাজার পাঁচশত টাকা)।
  • প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত নয়, সম্পূর্ণ প্রাইভেট ও স্ব-অর্থায়নে পরিচালিত। সংশ্লিষ্ট পদে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগণকে বেতন-ভাতা প্রতিষ্ঠান হতে প্রদান করা হবে।
  • আবেদনের শেষ তারিখ: ১০/০৬/২০২৪ সোমবার (বিকাল ৫টা পর্যন্ত)।
  • আবেদনপত্রে মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
  • সদ্যতোলা (৩ মাসের মধ্যে) ছবি বায়োডাটার উপরের দিকে ডান কর্ণারে আপলোড করতে হবে।
  • আবেদনপত্র যাচাই-বাছাই শেষে কেবলমাত্র নির্বাচিত প্রার্থীদেরকে পরীক্ষার জন্য ডাকা হবে।
যোগাযোগ: Email: nises2023@gmail.com

No comments:

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন

আবেদন (Apply) জমার ফর্মঃ

Job List

সব জব

 এই চাকরিতে আবেদন জমা দেন → ৮) আলহামদুলিল্লহা প্রাথমিকের সার্কুলার চাকরির আবেদন নেয়া হচ্ছে - জমা দিন ৯) আলহামদুলিল্লহা প্রাথমিকের সার্কুলার চাকরির আবেদন নেয়া হচ্ছে - জমা দিন ৬) বিমান ২০০০ টাকা ডেইলি বেতনে এপ্লাই করে জয়েনিং নিন ৪) ব্যাংকের কল সেন্টার জব ২৬০০০ বেতন Apply ১২) আলহামদুলিল্লহা প্রাথমিকের সার্কুলার চাকরির আবেদন নেয়া হচ্ছে - জমা দিন

লাইফ চেঞ্জিং কিছু জব যেখানে জয়েনিং ইজ জলভাত










কিছ ভিন্ন ধাচের হাই সেলারি জবঃ







বিনা অভিজ্ঞতায় সরকারি চাকরি তাও আবার মেট্রিক ইন্টার পাস হলেই

বিজ্ঞাপনঃ