২২ প্রকার পদ - এস এস সি/ এইস এস সি/ ডিগ্রি - ৯০০০ থেকে ৬৩০০০ সেলারি (গভ)



রাজশাহী সিটি কর্পোরেশন নিচের পদের জন্য এপ্লাই করার নির্দেশ দিয়েছেন।

 

শর্তাবলী : ক) (১) প্রার্থীর নাম (পরিষ্কার বড় অক্ষরে) (২) পিতার নাম (৩) মাতার নাম (৪) জন্ম তারিখ (৫) বর্তমান ও স্থায়ী ঠিকানা (৬) শিক্ষাগত যোগ্যতা (৭) জাতীয়তা (৮) ধর্ম (৯) অভিজ্ঞতা (১০) ২৫.০৩.২০২০ খ্রি. তারিখে বয়স ইত্যাদি উল্লেখসহ সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদন মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন বরাবর প্রেরণ করতে হবে।

খ) দরখাস্তের সাথে অবশ্যই (১) শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার মূল সার্টিফিকেটের সত্যায়িত কপি (২) জাতীয়তা সার্টিফিকেট (৩) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের নিকট হতে চরিত্রগত সার্টিফিকেট (৪) অভিজ্ঞতার সার্টিফিকেট (৫) সদ্যতোলা ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের ছবি (৬) জাতীয় পরিচয়পত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত ফটোকপি (৭) মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন এর অনুকূলে ক্রমিক নং- ১ হতে ৮ পর্যন্ত পদের জন্য ৬০০/- (ছয়শত) টাকা, ৯ হতে ১১ পর্যন্ত পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা, ১২ ও ১৩ পদের জন্য ৩০০/- (তিনশত) টাকা, ১৪ হতে ১৮ পর্যন্ত পদের জন্য ২০০/- (দুইশত) টাকা এবং ১৯ হতে ২২ পর্যন্ত পদের জন্য ১০০/- (একশত) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে অর্ডার

(অফেরতযোগ্য) থাকতে হবে। (ব্যাংক ড্রাফট/পে অর্ডারবিহীন আবেদন এবং পোষ্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়)। গ) আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে দরখাস্ত সরাসরি/ডাকযোগে রাজশাহী সিটি কর্পোরেশন কার্যালয়ে পৌঁছাতে হবে। সচিব এর দপ্তরে রক্ষিত বাক্সে আবেদন জমা দিতে হবে।

ঘ) গত ২২.০৮.২০১৯ খ্রি. তারিখের ৪৬.১২,0000,000, 11,228,1৯.১৬২৩(৬০) নং স্মারকে ৪২ ক্যাটাগরির ১৭৯টি শূন্য পদ পূরণে যে নিয়োগ বিজ্ঞপ্তি জারী করা হয়েছিল উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ক্রমিক নং-১ স্বাস্থ্য কর্মকর্তা পদে পর্যাপ্ত বৈধ আবেদন পাওয়া যায়নি। তাছাড়া গত ১৯,১২,২০২১ খ্রি. তারিখের ৪৬,১২,০০০০.০০৩.০৩.৩৩৮১.২০.১৬৫০(১৫) নং স্মারকে ৪৮ ক্যাটাগরির ৮৮টি শূন্য পদ পূরণে যে নিয়োগ বিজ্ঞপ্তি জারী করা হয় কিন্তু উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ক্রমিক নং-২, ৩, ৪, ৫, ৬, ১৮ ও ১৯ পদে যথাক্রমে কনসালটেন্ট (গাইনী), কনসালটেন্ট (শিশু), মেডিক্যাল অফিসার (চক্ষু রোগ), মেডিক্যাল অফিসার (প্যাথলজি ও ব্লাড ব্যাংক), মেডিক্যাল অফিসার (রেডিওলজি ও ইমারজেন্সি), মেশিন অপারেটর (লেদ ওয়েন্ডিং) এবং অটোক্লেভ অপারেটর (সিটি হাসপাতাল) পর্যাপ্ত বৈধ আবেদন না পাওয়ায় পুনরায় আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

৫) পদের সংখ্যা কমবেশী হতে পারে।

চ) অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

আবেদন পত্রের খামের উপর স্পষ্ট করে পদের নাম লিখতে হবে।

জ) লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

ঝ) অসমাপ্ত ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

ঞ) এ নিয়োগের সকল কার্যক্রমে প্রচলিত বিধিবিধান অনুসরণ করা হবে।

ট) যে কোন দরখাস্ত গ্রহণ বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

পদের নাম

১। কর্মকর্ত (পুরুষ/মহিলা)  - Apply Now

২. কনসালটেন্ট (গাইনী) - Apply Now

৩. কনসালটেন্ট (শিশু) - Apply Now

8. মেডিক্যাল অফিসার (চক্ষু রোগ) - Apply Now

৫. মেডিক্যাল অফিসার (প্যাথলজি ও রাড ব্যাংক ) - Apply Now

৬. মেডিক্যাল অফিসার (রেডিওলজি ও ইমারজেন্সি) 

৭. সহকারী প্রকৌশ (সিভিল) - Apply Now

৮. সরকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ক. এন্টিমেটর - Apply Now

১০. উপ-সহকারী প্র (সিভিল) - Apply Now

১১. উপ-সহকারী প্রকৌশ (যান্ত্রিক) - Apply Now

১২. উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (কর/বাণিজ্য) - Apply Now

১০. উপ-প্রধান এ্যাসেসর - Apply Now

১৪. ব্যক্তিগত সহকারী/সাঁটলিপিকার - Apply Now

১৫. এ্যাসেসর - Apply Now

১৬. সার্ভেয়ার - Apply Now

 ১৭. মেশিন অপারেটর (শিশু - Apply Now

১৮. মেশিন অপারেটর (লেদ ওয়েল্ডিং) -Apply Now

১৯. অটোক্লেভ অপারেটর - Apply Now

২০. (সিটি হাসপাতাল) টি লাইট মিডি - Apply Now

২১. ফটোষ্ট্যাট মেশিন অপারেটর - Apply Now

২২ টি লাইট হেলপার - Apply Now